Howrah

Mar 09 2023, 19:55

*জরুরী বিজ্ঞপ্তি* জল সরবরাহ বিভাগ


জরুরী ভিত্তিতে পদ্মপুকুর জলপ্রকল্পের  অভ্যন্তরে মূল জল সরবরাহ পাইপলাইন মেরামতির জন্য আগামী ১০’  ই মার্চ ২০২৩ শুক্রবার দুপুর ১২ টা ৩০ থেকে রাত্রি ৯ টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। ১১’ ই মার্চ ২০২৩ শনিবার সকাল ৬ টা থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যায়।
আদেশানুসারে
হাওড়া পৌর নিগম

Howrah

Mar 09 2023, 18:45

বেআইনি বহুতল আবাসনে হাওড়া পুরনিগমের চেয়ারম্যানের ফ্ল্যাট, এমনটাই অভিযোগ হাওড়া সদর বিজেপির প্রাক্তন জেলা সভাপতির


হাওড়া:হাওড়া বেআইনি বহুতল আবাসনে হাওড়া পুরনিগমের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ফ্ল্যাট । এমনটাই অভিযোগ হাওড়া সদর বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অম্বুজ শর্মার । তিনি বলেন, সরকারি নথি অনুসারে ২০২১ সালের জুন মাসে হাওড়া চ্যাটার্জি হাট থানার অন্তর্গত, পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে ৯৬/ ৪, অবিনাশ ব্যানার্জি লেনে একটি বেআইনি আবাসনের পাঁচ তলায় ফ্ল্যাট নাম্বার 5C(৩৬০ স্কয়ার ফিট) ও ছয় তলায় 6A নাম্বার স্টোর রুম (১২০ স্কয়ার ফিট) ক্রয় করেন ।

যা পুরো আইন অনুসারে সম্পূর্ণভাবে বেআইনি নির্মাণ, তাই অবিলম্বে তা যেন ভেঙে দেওয়া হয়। জানিয়ে ইতিমধ্যেই তিনি হাওড়া পুরো নিগমের কমিশনার কে অভিযোগ করেছিলেন গত বছর সেপ্টেম্বর মাসে । তবে আজও তার কোনরকম সদ উত্তর পাওয়া যায়নি । তাই তারা বাধ্য হয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন । একইসঙ্গে তার দাবি, যদি রক্ষকই আইন ভাঙ্গেন তাহলে শহরজুড়ে যেভাবে একাধিক বেআইনি নির্মাণ চলছে তা কিভাবে তিনি নিয়ন্ত্রণ করবে । গোটা বিষয় নিয়ে পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে ।

তার বর্তমান বাসস্থান ছাড়া অন্য কোন জায়গায় কোনরকম সম্পত্তি কেনানি । প্রয়োজনে আদালত তা খতিয়ে দেখতে পারে । অতীতে তিনি উক্ত জায়গা দুটি শর্তসাপেক্ষে ক্রয় করলেও, পরবর্তী সময় শর্ত পূরণ না হওয়ায় তা বিক্রি করে দেন । সেই সমস্ত নথি প্রয়োজনে তিনি আদালতে পেশ করবেন ।

Howrah

Mar 08 2023, 17:24

হাওড়ার শহরে বেপরোয়া বাইকের বলি ২ যুবক


হাওড়া: হাওড়ার শহর এলাকাতে বেপরোয়া বাইকের বলি ২ যুবক। গতকাল দোলের রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক অন্য একটি বাইককে ধাক্কা মেরে রাস্তার ধারের পোস্টে ধাক্কা মারে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে মালিপাচঘড়া থানার অন্তর্গত সালকিয়া অরবিন্দ রোডে।

এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। আরো একজন গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত দুই আরোহীর নাম হর্ষ গুপ্তা (৩৪) এবং পীযুষ (২৬)। দুজনই হাওড়া সালকিয়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে বেপরোয়াভাবে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মালিপাচঘড়া থানার পুলিশ।

Howrah

Mar 07 2023, 16:23

ঘুসুড়ি ষর শ্যামবাবা মন্দিরে দোল উৎসব


হাওড়া::প্রতিবছরের মতো এ বছরেও ঘুসুড়ি ষর শ্যামবাবা মন্দিরে দোল উৎসবের আয়োজন করা হয়। এখানে হাজার হাজার পুর্নার্থী সকাল থেকেই জড়ো হন দোল খেলার জন্য। মথুরা এবং বৃন্দাবনের মতো ঘুসুড়ির এই শ্যাম বাবা মন্দিরেও দোল উৎসবে মেতে ওঠেন মানুষ।

লাল, নীল, হলুদ, বেগুনি এবং সবুজ আবিরে গোটা এলাকা কার্যত রঙিন হয়ে ওঠে। এই হোলি উৎসব উপলক্ষে গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন উৎসবের টানে এবং একসঙ্গে হোলি খেলার আনন্দে মেতে ওঠার জন্য পুণ্যার্থীরা এখানে এসেছেন।

Howrah

Mar 06 2023, 19:04

হাওড়া জেলা হাসপাতালে এক রোগীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য


গতকাল গভীর রাতে অস্থি রায় নামে বছর ৩৫ এর এক গৃহবধূ শৌচালয়ে গলায় কাপড় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতাল সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা নিয়ে ডোমজুড়ের সরদার পাড়ার ওই বাসিন্দা হাওড়া জেলা হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। রাত সাড়ে নটা নাগাদ অস্থি এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি অসুস্থ থাকার কারণে মা এবং শিশু দুজনেই হাসপাতালে ভর্তি ছিল। গতকাল রাতে শৌচালয় গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে কর্তব্যরত নার্সের চোখে পড়লে তাকে দ্রুত আই সি ইউ তে ভর্তি করা হয়। সেখানে সে কিছুক্ষণের মধ্যে মারা যান।

পুলিশ সূত্রে খবর ওই মহিলার ১২ বছর আগে বিয়ে হয়। তার আরও দুই কন্যা সন্তান আছে। তাদের বয়স ১০ এবং ৬ বছর। ওই মহিলা পারিবারিক কারণে অবসাদে ভুগছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন। হাওড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Howrah

Mar 06 2023, 18:20

দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা অদূরেই ম্যাটাডোরে আগুন


হাওড়া: দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা থেকে কিছুটা দূরে ম্যাটাডোরে আগুন ।আজ দুপুর আড়াই টে নাগাদ চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে মাল বোঝাই গাড়িটি। গাড়িটি কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিল ।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকে আগুন।

Howrah

Mar 06 2023, 18:18

হাওড়া ডিআরএম বিল্ডিং এর সামনে এন পি এসের কুশপুতুল দাহ করা হল


হাওড়া: ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের উদ্যোগে আজ সকালে হাওড়া ডিআরএম বিল্ডিং এর সামনে এন পি এস এর কুসপুতুল দাহ করা হল।তাদের অভিযোগ এনপিএস স্কিমের আওতার তার মধ্যে যেসব রেলের কর্মচারীরা ছিলেন তারা সঠিক বিচার পাচ্ছেন না। তাদের পরিবাররা দিনের পর দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ।

তাই জন্যেই রেলওয়ে ইউনিয়নরা তাদের নিজস্ব কাজ বজায় রেখে এই প্রতীকি প্রতিবাদে সামিল হলেন। তারা অবিলম্বে এই স্কিমকে বাতিলের জন্য সরকারের কাছে আবেদন জানালেন। এই প্রতিকী আন্দোলনের মাধ্যম দিয়ে, জানিয়ে দিলেন তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন। তাই অবিলম্বে এই স্কিম পাল্টে দিয়ে নতুন কোন স্কিম যাতে সরকার নিয়ে আসেন সেই আশা করছেন তারা।

Howrah

Mar 06 2023, 12:59

নর্দমা থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়


হাওড়া: বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঢাকা নর্দমার ভিতরে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। পুরসভার কর্মীরা নর্দমা পরিষ্কারের সময় প্রথমে নর্দমা থেকে একটি পা বেরিয়ে থাকতে দেখে।আর তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। এরপরে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। নর্দমার উপরের ভারী সিমেন্টের স্লাব সরাতেই বেড়িয়ে আসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। অন্ততপক্ষে দু থেকে তিন দিন দেহটি ওখানে পড়েছিল বলে, প্রাথমিকভাবে অনুমান।

পুরো দেহেই পচন ধরেছে। পাথরের তলায় চাপা থাকায় গন্ধ বেরোয়নি। আজ পরিষ্কার করতে গিয়ে দেখা যায় দেহটি। এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি। তবে দেহটি ওইখানে কিভাবে গেল কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে ফেলে দিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Howrah

Mar 05 2023, 16:26

নিজের প্রাণ দিয়ে সহকর্মীকে বাঁচালেন এক যুবক


হাওড়া: আজ সকালে ঘটনাটি ঘটে মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোর বাইরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন গাড়ির চালক বুবাই সাউ। কাজ করার সময় সে ট্যাঙ্কারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচৈতন্য অবস্থায় ভেতরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ছুটে আসেন ১৮ বছরের খালাসী সুমিত সাউ। এই ঘটনা দেখতে পেয়ে অন্য চালক এবং খালাসীরা ছুটে আসেন। তারা ট্যাঙ্কার থেকে দুজনকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায়। সুমিত সাউকে বাঁচানো যায়নি।

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বুবাই সাউকে স্থানীয় নার্সিংহোম থেকে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। জানা গেছে মৌরিগ্রাম নিমতলার বাসিন্দা ছিলেন সুমিত। মৃত্যুর খবর পেয়ে তার বাবা ধর্মেন্দ্র সাউ এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ছেলের মৃত্যুর পর তার বাবা জানান কিভাবে এরকম ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গ্যাস থেকে বিষক্রিয়ায় সুমিতের মৃত্যু হয়।ট্যাঙ্কার থেকে গ্যাস বের করার জন্য ভালভ থাকে।কিন্তু এই ট্যাঙ্কার পরিষ্কারের আগে ভালভ খুলে গ্যাস না বের করায় এই বিপত্তি।

Howrah

Mar 04 2023, 17:51

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 04.03.2023


AITC leader Samir Panja interacts with the officials of a healthcare centre in Harali-Udaynarayanpur gram panchayat, Udaynarayanpur Block. Panja went to the village on Saturday to observe all the activities related to the Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign at Howrah.